২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে জামালপুর জেলার বকসিগঞ্জ উপজেলা নন রেসিডেন্ট বাংলাদেশ কমার্সিয়াল ব্যাংক (এনআরবিসি) উপশাখা’র শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বকসিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।
সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংক পি.এল.সি ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রধান নাহিদুর রহমানের। এনআরবিসি ব্যাংক নেত্রকোনা উপশাখার ইনচার্জ সুমন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার ,
উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মানিক সওদাগর,পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স,শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারন সম্পাদক আব্দুল হামিদ,পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক রাব্বানী। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংক শেরপুুুুর,
জামালপুর, টাঙ্গাইল শাখার ইনচার্জ মাহাদি হাসান,শেরপুর উপশাখার ইনচার্জ আল-আমিন প্রমুখ। পরিশেষে ফিতা কাটার মাধ্যমে ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে ব্যাংকের সমৃদ্ধি কামনা করা হয়।