DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১লা মার্চ ২০২৫
ঢাকাশনিবার ১লা মার্চ ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা কলিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

রায়হান জামান, স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ কালেক্টরেটে দীর্ঘ সাড়ে সাত বছর ধরে প্রশাসনিক কর্মকর্তা পদে কর্মরত রয়েছেন নিকলী-বাজিতপুর আসনের সাবেক এমপি আফজালের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মো. কলিম উৃদ্দিন। শুধু তাই নয় তার বিরুদ্ধে রয়েছে নানা দুর্নীতি অনিয়মের অভিযোগ।

জেলা প্রশাসনে সাবেক এমপি আফজালের এজেন্ডা বাস্তবায়নের জন্যই নিকলী থেকে তাকে বদলি করে জেলা কালেক্টরেটে পদায়ন করেছিলেন আফজাল হোসেন। আফজালের নাম ভাঙিয়ে সেই সময় বদলি বানিজ্য করে অঢেল টাকা কামানোর অভিযোগ রয়েছে।

গত ৮ ডিসেম্বর প্রশাসনিক কর্মকর্তা কলিম উদ্দিনের বিরুদ্ধে জেলা প্রশাসক ফৌজিয়া খানের কাছে একটি অভিযোগ দেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন সচেতন নাগরিক। অভিযোগে তিনি উল্লেখ করেন, তিন বছরের বেশী একই পদে একই কর্মস্থলে চাকুরির বিধান না থাকলেও মো. কলিম উদ্দিন দীর্ঘ সাড়ে সাত বছর ধরে একই অফিসে একই পদে চাকুরি করে আসছেন। সাবেক এমপি আফজালের প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন উপজেলার কর্মচারীদের বদলির ভয় দেখিয়ে নিয়মিত মাসোহারা নিতেন। কেউ মাসোহারা দিতে অস্বীকার করলে তাকে নানাভাবে হয়রানি করতেন। তার বিরুদ্ধে একজন অসুস্থ সরকারী কর্মচারীর জিপিএফ এর টাকা আটকে রাখার কারণে সেই কর্মচারী বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন-এমন অভিযোগও রয়েছে।

অভিযুক্ত কলিম উদ্দিনকে দ্রুত বদলির আবেদন জানানো হলেও জেলা প্রশাসক ফৌজিয়া খান অভিযোগ আমলে না নিয়ে তাকে এখন আরো আপন করে নিয়েছেন বলে ক্ষোভ প্রকাশ করেন অভিযোগকারী।

এ বিষয়ে জানতে জেলা প্রশাসক ফৌজিয়া খানকে একাধিক কল দিয়েও কোনো সারা পাওয়া যায়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:১৫
  • ৪:২১
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৬:২৪