ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo মানবতার ডাক’-এর মহতী উদ্যোগ: মরণ ফাঁদ রাস্তায় ফেরালো জীবনের চলাচল Logo গাজায় মানবিক সহায়তা বাড়াতে ইসরাইলকে নির্দেশ জাতিসংঘ আদালতের Logo মাটিরাঙ্গায় গনধর্ষণের শিকার কিশোরী: আটক-২ Logo শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাহাড়ে কাজ করছে বিজিবি Logo ন্যায্য দাবি আদায়ে দীঘিনালায় এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি Logo শিক্ষকদের বাড়িভাড়া ভাতা হবে মোট ১৫ শতাংশ, দুই ধাপে দেওয়া হবে Logo দশমিনায় জেলেদের জিম্মি করে ছাত্রদল নেতার চাঁদাবাজি Logo বেনাপোলে কোটি টাকার বকেয়া আদায়ের দাবিতে আমদানিকারকের সংবাদ সম্মেলন Logo মানবতার আলোর পথে: লালন দর্শনের নতুন পাঠ Logo পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম : ড. ইউনূস

নওগাঁয় ২০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৫:১৭:১১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / ১০৮০ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাট এলাকা থেকে পাইলট (৩১) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ মার্চ) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।

গ্রেপ্তারকৃত পাইলট মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদ হোসেনের ছেলে। ওসি আব্দুল মান্নান জানান, পাইলট দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে মাদক, হত্যা ও চাঁদাবাজিসহ মোট আটটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পাইলটের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার শয়নকক্ষ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আটকের পর তার বিরুদ্ধে মান্দা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাদক নির্মূলে কঠোর অভিযান চালিয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এমকে/আস্থা

ট্যাগস :

নওগাঁয় ২০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৫:১৭:১১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাট এলাকা থেকে পাইলট (৩১) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ মার্চ) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।

গ্রেপ্তারকৃত পাইলট মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদ হোসেনের ছেলে। ওসি আব্দুল মান্নান জানান, পাইলট দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে মাদক, হত্যা ও চাঁদাবাজিসহ মোট আটটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পাইলটের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার শয়নকক্ষ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আটকের পর তার বিরুদ্ধে মান্দা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাদক নির্মূলে কঠোর অভিযান চালিয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এমকে/আস্থা