DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৭ই মার্চ ২০২৫
ঢাকাশুক্রবার ৭ই মার্চ ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি শহিদুল আলম,সম্পাদক আমিনুল ইসলাম

রায়হান জামান, স্টাফ রিপোর্টার
মার্চ ৬, ২০২৫ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. সহিদুল আলম শহীদ ও  সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম রতন। এছাড়া বিনাপ্রতিদ্বন্ধীতায় কফিল উদ্দিন, মো. সারোয়ার জাহান সানি ও মো. সোহাগ মিয়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

গতকাল বুধবার (৫ মার্চ) সকাল ১০টায় আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত যা চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোট গণনা শেষে রাত এক টার দিকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়।

মো. সহিদুল আলম শহীদ তৃতীয়বারের মতো সভাপতি এবং পঞ্চমবারের মতো . আমিনুল ইসলাম রতন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হোন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে বিজয়ী প্রার্থীরা হলেন, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, সহ সভাপতি মো. মানিক, সহসাধারণ সম্পাদক পদে নাদিরা সুলতানা সোমা, শাহিনুর কলি, লাইব্রেরি সম্পাদক পদে মো. আব্দুল্লাহ আল বোখারী, সাংস্কৃতিক সম্পাদক এ.এম ছাজ্জাদুল হক, অডিটর পদে আবু বাক্কার সিদ্দিক, বিনা প্রতিদ্বন্ধিতায় সদস্য পদে মো. আবু তাহের হারুন ও মোহাম্মদ আহসানুজ্জামান নাসির।

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান ভোট গণনা শেষে বুধবার রাত সাড়ে ১১ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ৬০৬ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৫৩৭ জন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৬
  • ১২:১৪
  • ৪:২৪
  • ৬:০৬
  • ৭:১৯
  • ৬:১৭