কিশোরগঞ্জে নিজ বাসা থেকে মাদরাসা শিক্ষকে গলাকাটা মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৭:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ১০৯৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে মাওলানা লুৎফুর রহমান (৭০) নামে এক মাদরাসা শিক্ষকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) জেলা শহরের শোলাকিয়া একটি ভাড়া বাসা থেকে উনার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাওলানা কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও শহরের বটতলা কাচারি জামে মসজিদের খতিব।
জানা যায়, দুপুরে গোসল করার জন্য ওয়াশরুমের গেলে সেখান থেকে হঠাৎ উনার স্ত্রী চিৎকারের শব্দ শুনে কাছে গিয়ে উনাকে গলাকাটা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি নিয়ে আমরা পরিবারের সাথে কথা বলতেছি কোনো কিছু জানতে পারলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












