অবৈধভাবে বালু স্তুপ করে ব্যবসা করার অপরাধে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় পিংনা ইউনিয়নে শনিবার দুপুরে যমুনা নদের রসপাল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু স্তপ করে ব্যবসা করার অপরাধে আদালত রাকিব এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
জানা গেছে, সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের রসপাল এলাকায় যমুনা নদী থেকে রাকিব এন্টারপ্রাইজের রাকিব দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু স্তুপ করে ব্যবসা করে আসছিল। খবর পেয়ে সরিষাবাড়ি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লিজা রিছিল রসপাল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অবৈধভাবে বালু স্তুপ করে রেখে ব্যবসা করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল বলেন, অবৈধভাবে বালু ব্যবসা করার অপরাধে রাকিব এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।