DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মানিকছড়িতে ছুরিকাঘাতে বিএনপির নেতা আহত

Astha Desk
মার্চ ৩০, ২০২৫ ৩:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

মানিকছড়িতে ছুরিকাঘাতে বিএনপির নেতা আহত

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে ছুরিঘাতে উপজেলা বিএনপির নেতা শাহ আলম মোল্লা (৬০) নামের একজন গুরুত্ব আহত হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় সাড়ে ৭ টার দিকে মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের বড়ডলু মুসলিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শাহ আলম মোল্লা তিনটহরী বড়ডলু মুসলিম পাড়া বাসিন্দা মোঃ আব্দুল রশিদ মোল্লার ছেলে ও মানিকছড়ি উপজেলা বিএনপি সহ-সভাপতি।

ঘটনা জানা যায়, একই এলাকায় বাসিন্দা মোঃ কামরুল ও ফারুক সাথে পারিবারিক শত্রুতার জেরে তার বুকে ডান প্বাশেই দুই ভাই মিলে মোঃ শাহ আলম মোল্লা (৬০)কে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়।

পরে বিএনপির কর্মীরা তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবরার মাহমুদ ও ডাঃ মহি উদ্দিন প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করেন।

ডাঃ আবরার মাহমুদ বলেন, তার বুকে ডান প্বাশে ছুরিঘাতে দুটি চিহ্ন পাওয়া গেছে। আঘাতের কারণে প্রচুর রক্তপাত হচ্ছে। তাই
চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মোঃ কামরুল ও ফারুক এর ফোন নাম্বার না থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]