পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের সরকারি ছুটিতেও থেমে নেই কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সেবা। ঈদের ছুটিতে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা পেয়ে সেবাগ্রহীতারা ভীষণ খুশি।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর মহাপরিচালাকের নির্দেশনা মোতাবেক কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নাজমুল আনোয়ার অপু সহকারী পরিচালক পরিবার পরিকল্পনার এডিসিসি ডা. হালিমা বেগম, উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মো. সাইদুল হাসান, উপজেলা (প: প:) কর্মকর্তার জুবায়ের হোসেন সাকির সার্বিক তত্ত্বাবধানে জেলা ১৩টি উপজেলার ইউনিয়ন পর্যায়ের পরিবার পরিকল্পনা বিভাগের সেবাকেন্দ্রগুলোতে সেবা চলমান থাকায় স্থানীয় জনসাধারণ বিশেষ আগ্রহের সাথে এসব সেবা গ্রহণ করেছেন।
জেলা পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে কিশোরগঞ্জ সদর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২টি ডেলিভারি, বিন্নাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১টি নরমাল ডেলিভারি, যশোদল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১টি নরমাল ডেলিভারি, কটিয়াদী উপজেলার মুমুরদিয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৬টি ডেলিভারি, আচমিতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২টি ডেলিভারি, অষ্টগ্রাম দেওঘর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১টি ডেলিভারি, বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৩টি ডেলিভারি, পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১টি ডেলিভারি, ভৈরব উপজেলা শিবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৪টি ডেলিভারি, আগানগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১টি ডেলিভারি, কালিকাপ্রসাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৩টি ডেলিভারি, সিদলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১টি ডেলিভারি, হোসেনপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১টি ডেলিভারি, জাওয়ার FWC তাড়াইল ও রাউতি FWC তাড়াইল এবং করিমগঞ্জ নেয়ামতপুর FWC তে ১টি করে ডেলিভারি হয়েছে।
জেলার বিভিন্ন উপজেলার কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, এসব সেবাকেন্দ্রগুলোতে নিরাপদ প্রসব সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা, গর্ভকালীন চেক-আপ এবং গর্ভ-পরবর্তী চেক-আপের সকল প্রস্তুতি রয়েছে। সাধারণত সরকারি ছুটির দিনে জরুরি সেবা ছাড়া সকল বহিঃ র্বিভাগীয় সেবা কার্যক্রম বন্ধ থাকে।
কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মুহাম্মদ নাজমুল আনোয়ার অপু বলেন, “পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আমরা কিশোরগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা বিভাগের সকল সেবাকেন্দ্রে সেবা প্রদান অব্যাহত রেখেছি। প্রান্তিক জনগণের প্রসব সেবা প্রদানকারীতে বিশেষ গুরুত্ব দেওয়ার ফলে ঈদের ছুটি চলাকালে ২৯ জন গর্ভবতী মাকে নিরাপদ প্রসব সেবা প্রদান করা হয়েছে।”