DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৯শে এপ্রিল ২০২৫
ঢাকামঙ্গলবার ২৯শে এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে বজ্রপাতে ১৮ জনের মৃত্যু, এসএসটিএএফ’র উদ্বেগ

Doinik Astha
এপ্রিল ২৯, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের ৭ জেলায় বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় ৪ জন, কিশোরগঞ্জে ৪ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১ জন, নোয়াখালীতে ১ জন, নেত্রকোনায় ১ জন, মৌলভীবাজারে ১ জন, চাঁদপুরে ১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) এসব জেলায় ঘটে যাওয়া বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এ ছাড়া রবিবার (২৭ এপ্রিল) নেত্রকোনায় কলমাকান্দায় ১ জন এবং নোয়াখালীর সদর উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। একদিনে বজ্রপাতে এত মানুষের মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়েছে সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টোর্ম অ্যাওয়ারনেস ফোরাম নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সংগঠনটির সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কবিরুল বাশার বলেন, বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগই কৃষিকাজের সঙ্গে জড়িত। তারা খোলা আকাশের নিচে কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হন। আসলে বজ্রপাত ঠেকানোর কোনও সুযোগ নেই। তবে সচেতনতার মাধ্যমে বজ্রপাতে মৃত্যুর পরিসংখ্যান কমানোর সুযোগ রয়েছে।

তিনি বজ্রপাতে মৃত্যু কমাতে সচেতনতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবির কথা জানান। এগুলো হলো— বজ্রপাতে সচেতনতা বাড়াতে পাঠ্যপুস্তকে বজ্রপাত সচেতনতার অধ্যায় অন্তর্ভুক্ত করা; বর্তমানে ৩০ মিনিট আগেই বজ্রপাতের পূর্বাভাস জানা যায়; দ্রুত প্রাপ্ত পূর্বাভাস হাওরাঞ্চলসহ দেশের সব জেলা-উপজেলায় প্রচারের ব্যবস্থা করা। কৃষকসহ সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সভা, সেমিনার, সিম্পোজিয়াম ও প্রক্ষিক্ষণের ব্যবস্থা করা। মাঠে মাঠে শেল্টার সেন্টার স্থাপন ও আহতদের ফ্রি চিকিৎসাসেবা প্রদানসহ সব যাবতীয় খরচ বহন করার কথা বলেন।

বজ্রপাতে হতাহতের বিস্তারিত তথ্য

কুমিল্লায় ৪ জন

কুমিল্লার দুই উপজেলায় বজ্রপাতে স্কুল ছাত্রসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে জেলার বরুড়া ও মুরাদনগর উপজেলায় পৃথক দুইটি ঘটনায় তাদের মৃত্যু হয়।

কিশোরগঞ্জে ৪ জন

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন,অষ্টগ্রামে ও কটিয়াদীতে বজ্রপাতের পৃথক ঘটনায় এক নারীসহ চারজন নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) সকালে বজ্রপাতে এসব প্রাণহানির দুর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন :  ভ্রাম্যমাণ আদালতের রায়ে সাংবাদিক জেলে, ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল বিএমএসএফ

সুনামগঞ্জে ৩ জন

সুনামগঞ্জের শাল্লা ও দোয়ারাবাজার বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দোয়ারাবাজারেই বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। সোমবার এ ঘটনা ঘটে। দোয়ারাবাজার থানার ওসি দেবব্রত চক্রবর্তী বলেন, তারা নদীতে বালু উত্তোলনের কাজ করছিলেন। এ সময় বজ্রপাতের শিকার হন তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নেত্রকোনায় দুজন

নেত্রকোনার মদনে বজ্রপাতে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) ফজরের নামাজের পর নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতের ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে রবিবার (২৭ এপ্রিল) নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বজ্রপাতে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রাত সোয়া ১০টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

হবিগঞ্জে একজন

বানিয়াচং উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতের আঘাতে ৩ জন আহত হয়েছে। মুমূর্ষু অবস্থায় আহত দুই কৃষককে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১টার দিকে বানিয়াচং ৫নং দৌলতপুর ইউনিয়নের পূবের হাওরে।

মৌলভীবাজারে একজন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে বজ্রপাতে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

চাঁদপুরে একজন

চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতের বিকট শব্দে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলার উত্তর ইউনিয়নের নাহারা গ্রামে এ ঘটনা ঘটে।

নোয়াখালীতে দুজন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা মহব্বতপুর গ্রামের মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সময় ও একই এলাকার আরও এক কৃষক আহত হন।

এছাড়া, রবিবার (২৭ এপ্রিল) নোয়াখালীর সদর উপজেলায় বজ্রপাতে একব্যক্তি নিহত হয়েছেন। বেলা পৌনে ১২টার দিকে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল এলাকার দালাল বাড়িতে এ ঘটনা ঘটে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮