শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে নানা আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে মহান মে দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ মে) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত পুলেরঘাট বাজারে পুলেরঘাট আঞ্চলিক শ্রমিক দলের আয়োজনে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা দিকে চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. আতাহার আলীর নেতৃত্বে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাস ও অটোরিকশা যোগে প্রায় কয়েক হাজার শ্রমিক পুলেরঘাট সোনালী টাওয়ারের সামনে এসে জড়ো হয়। পরে সোনালী টাওয়ারের সামনে থেকে একটি বিশাল র্যালি বের হয়। পরে র্যালিটি জেলার কটিয়াদি ও পাকুন্দিয়া উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুলেরঘাট বাজারে এসে সমাবেশে মিলিত হয়।
এতে মো. আতাহার আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোকাররম হোসেন, কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের সিনিয়ির যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ হারুন, কটিয়াদী উপজেলা বিএনপির কার্যকরী সদস্য মো. ছাদেকুর রহমান।
সমাবেশে চৌদ্দশত ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন আহমেদ ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগের শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হক।
দিবসটি উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।