DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদল নেতা সাম্য হত্যার তদন্ত ডিবিতে ন্যস্ত

Doinik Astha
মে ১৮, ২০২৫ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার তদন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম রবিবার (১৮ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ নাসিরুল ইসলাম আরও জানান, সাম্য হত্যার মামলাটি ডিবির কাছে তদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে। এরই মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগে কাজ চলছে। দ্রুত গুরুত্ব দিয়ে সাম্যের খুনিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে রবিবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর দফতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেখা করতে গেলে তিনি সাম্য হত্যার তদন্তভার ডিবিতে হস্তান্তরের আশ্বাস দিয়েছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম বলেন, ‘আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে সাম্য হত্যার সুষ্ঠু বিচার হোক। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন।’

সাম্যর সহপাঠী এসএস নাহিন ইসলাম সাংবাদিকদের বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে ডিবির কাছে তদন্ত হস্তান্তর করা হবে। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের ব্যবস্থা করা হবে।’

সাম্য হত্যার ঘটনায় পুলিশ এরই মধ্যে তিন জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। তারা হলেন তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) ও পলাশ সরদার (৩০)। গত মঙ্গলবার (১৩ মে) রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সাম্য।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]