DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২১শে মে ২০২৫
ঢাকাবুধবার ২১শে মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মামলা বাণিজ্যের অভিযোগে মানিকগঞ্জে বৈছাআর দুই নেতা আটক

Astha Desk
মে ২১, ২০২৫ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

মামলা বাণিজ্যের অভিযোগে মানিকগঞ্জে বৈছাআর দুই নেতা আটক

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মামলার নামে চাঁদাবাজি এবং পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) অন্যতম দুই নেতা মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আজ বুধবার সকাল ৮টায় নিজ নিজ বাসা থেকে তাঁদের আটক করা হয়। আটক মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব। আশরাফুল ইসলাম রাজু শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব মোল্লার ছেলে এবং মেহেরাব খান পৌরসভার উত্তর সেওতা এলাকার মতিউর রহমানের ছেলে।

সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, ‘মেহেরাব ও রাজুর বিরুদ্ধে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন জনের কাছ থেকে মামলাবাণিজ্যের অভিযোগ আছে। পাশাপাশি পুলিশের সঙ্গে অসদাচরণ এবং মানিকগঞ্জ নিউজ নামের একটি ফেক আইডির সঙ্গে তাঁদের জড়িত থাকারও অভিযোগ আছে।’ এ বিষয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলে ওসি জানিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ রমজান মাহমুদ বলেন, মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজু জুলাই-আগস্টের ফ্যাসিবাদ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং অভ্যুথানের পর তাঁরা সততা এবং ন্যায়ের পক্ষে সাহসী স্লোগান ও ভূমিকা রেখেছেন। কোনো কাজে তাঁদের ভুল থাকলে তাঁর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

রমজান মাহমুদ বলেন, আমার সহকর্মীদের অজানা স্থানে আটকে রেখে বিভিন্নভাবে জেরা করা হচ্ছে। এটা কেন করা হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। মনে রাখতে হবে, স্বৈরাচারের বিরুদ্ধে আমরা এক ও অভিন্ন। আটকদের দ্রুত ছেড়ে না দিলে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৪০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১১:৫৮
  • ১৬:৩৩
  • ১৮:৪০
  • ২০:০৩
  • ৫:১৩