DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৮ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে পশুর হাটগুলোতে চলছে র‌্যাবের কঠোর নজরদারি

রায়হান জামান, স্টাফ রিপোর্টার
জুন ৪, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জে পশুর হাটগুলোতে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারি রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪) । কোরবানির পশুর হাট, আর্থিক লেনদেন এবং জনসমাগম ঘিরে কেউ যেন নাশকতা করতে না পারে তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে র‌্যাব।

বুধবার (৪ জুন) দুপুরে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এসব তথ্য জানান।

কোম্পানি কমান্ডার জানান- ঈদকে কেন্দ্র করে পশুর হাটে জাল টাকা ছড়ানোর আশঙ্কা থাকায় র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। শোলাকিয়া গরুর হাটে স্থাপিত র‌্যাব কন্ট্রোল রুমে বসানো হয়েছে জাল নোট শনাক্তকারী মেশিন। এছাড়া চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতারণা, দালাল, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা রোধে র‌্যাব মোতায়েন করছে বিশেষ টহল ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্য।

র‌্যাব আরও জানান- সড়কপথে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি ঠেকাতে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। এক হাটের গরু জোর করে অন্য হাটে নামানোর মতো ঘটনাও প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

পাশাপাশি হাটের হাসিল নির্ধারিত তালিকায় প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করা হবে এবং অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।