DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১০ই জুলাই ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ১০ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

যে সংযোগে বিদ্যুৎ বিল আসবে কম!

Astha Desk
জুন ১৭, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

যে সংযোগে বিদ্যুৎ বিল আসবে কম!

আস্থা ডেস্কঃ

দেশে বিদ্যুৎ বিল হঠাৎ করেই বেড়ে যাওয়ার পেছনে ব্যবহার বা রেট নয়, অনেক সময় দায়ী থাকে ঘরের ভেতরের ভুল ওয়্যারিং। বিশেষ করে আর্থিং তারের সংযোগ। অনেক বাড়িতেই দেখা যাচ্ছে, আর্থিং তার ঘরের মেইন সুইচে গিয়ে নিউট্রালের সাথেই যুক্ত করে দেওয়া হয়েছে, যা সরাসরি বিদ্যুৎ বিল বৃদ্ধির একটি কারণ।

বিদ্যুৎ ও বৈদ্যুতিক নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, এই ভুল সংযোগের ফলে ইলেকট্রিসিটি সার্কিটে একটি ‘লুপ’ তৈরি হয়, যার কারণে অপ্রয়োজনীয় কারেন্ট ব্যবহৃত হয় এবং সেটি বিল হিসেবে হিসাব ধরে নেয় মিটার। ফলে বাড়ির প্রকৃত ব্যবহারের তুলনায় বিল অনেক বেশি আসে।

সমাধান কী?

এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হচ্ছে একজন দক্ষ ও প্রশিক্ষিত ইলেকট্রিশিয়ানের সহায়তা নেওয়া। ঘরের মেইন সুইচের নিউট্রাল পয়েন্ট থেকে আর্থিং তার বিচ্ছিন্ন করে দিতে হবে এবং সেটিকে বৈধভাবে ‘সার্ভিস নিউট্রাল তার’-এর সাথে পাকানো অবস্থায় সংযুক্ত করতে হবে, যেমনটি নিচের চিত্রে বা বিভিন্ন ইলেকট্রিক্যাল ম্যানুয়ালে দেখানো হয়।

বিশেষজ্ঞদের মতে, আর্থিং সিস্টেম সঠিক না হলে শুধু বিলই বাড়ে না, উচ্চ ভোল্টেজে ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টি হয়—যা জীবন ও সম্পদ উভয়ের জন্য বিপজ্জনক।

আরও কিছু সতর্কতা:

নিজেরা কখনো এসব কাজ করতে যাওয়া ঠিক নয়, কারণ ছোট একটি ভুলেও হতে পারে মারাত্মক দুর্ঘটনা।

নিয়মিত বৈদ্যুতিক সেফটি চেকআপ করিয়ে নেওয়া উচিত, বিশেষ করে পুরনো ভবন বা ভেজা এলাকায়।

বৈধভাবে প্রমাণিত মিটার ব্যবহার ও লাইনের নির্ভুলতা নিশ্চিত করতে হবে।

জনগণের মাঝে এই বিষয়ে সচেতনতা তৈরি করতে সরকার ও বিদ্যুৎ বিভাগ ইতোমধ্যেই বিভিন্ন সময় প্রচারণা চালালেও, অনেকেই এসব বিষয়কে ‘টেকনিক্যাল’ মনে করে অবহেলা করেন। অথচ একটু সতর্কতা ও সঠিক সংযোগই পারে দীর্ঘমেয়াদে হাজার হাজার টাকা সাশ্রয় করতে।

তাই বিদ্যুৎ বিল বাড়ছে বলে শুধু গ্রাহক সেবাকেন্দ্রে ছুটোছুটি না করে, ঘরের ভেতরের সংযোগও খতিয়ে দেখা জরুরি। বিশেষ করে আর্থিং তার কোথায় এবং কিভাবে সংযুক্ত আছে, সেটা নিশ্চিত হওয়া জরুরী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]