Gazipur journalist Asaduzzaman Tuhin brutally slaughtered — human rights group demands justice within 24 hours amid nationwide outrage
নিরাপত্তাহীন সাংবাদিকতা: আবারও নৃশংস হত্যাকাণ্ড
- আপডেট সময় : ১১:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ১২৫৫ বার পড়া হয়েছে
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার চীফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পেশাদার সাংবাদিকদের ওপর এ ধরনের নৃশংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় হিউম্যান রাইট ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, গাজীপুরে একদিনের ব্যবধানে ঘটেছে সাংবাদিক নির্যাতনের দুটি ভয়াবহ ঘটনা। প্রথমে থানার সামনে বসে বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেনকে ইট দিয়ে থেঁতলে আহত করা হয়। এর ঠিক পরদিন, বৃহস্পতিবার রাতে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয় আসাদুজ্জামান তুহিনকে।
হিউম্যান রাইট ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় চেয়ারম্যান এমএম ইব্রাহীম বলেন, “একজন সাংবাদিককে জবাই করে হত্যা করা শুধুই একটি ব্যক্তিকে হত্যার ঘটনা নয় এটি পুরো গণমাধ্যমকে রক্তাক্ত করার স্পষ্ট বার্তা। যেভাবে রাষ্ট্রযন্ত্র এ ঘটনায় নিশ্চুপ, তাতে মনে হচ্ছে অপরাধীদের যেন অঘোষিত ছাড়পত্র দেওয়া হয়েছে। দশকের পর দশক ধরে সাংবাদিকরা নিহত হচ্ছেন, আর রাষ্ট্র কেবল প্রতিশ্রুতির বুলি আওড়াচ্ছে বিচার হচ্ছে না। আমরা আর প্রতীক্ষা করবো না। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানাই। অন্যথায় দেশের প্রতিটি উপজেলায় সাংবাদিক সমাজ প্রতিরোধে নামবে।
সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার, সাংবাদিক নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানানো হয়েছে।
















