মহাসমাবেশ সফল করতে খাগড়াছড়িতে জামায়াতের গণসংযোগ
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ১৯ জুলাই জাতীয় মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় গণসংযোগ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা কমিটি।
এসময় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেন এর নেতৃত্বে জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেন বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং গণমানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় এই মহাসমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় তিনি গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
নেতাকর্মীরা খাগড়াছড়ি বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ করে জাতীয় মহাসমাবেশে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান।