মাইলস্টোনে নিহতদের স্মরণে খাগড়াছড়িতে মৌন মিছিল ও প্রদীপ প্রজ্বলন
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় খাগড়াছড়িতে মৌন মিছিল ও প্রদীপ প্রজ্জ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন।
আজ মঙ্গলবার (২২ জুলাই/২৫) সন্ধা ৭টার সময় খাগড়াছড়ি সদরের স্বনির্ভর হতে বিভিন্ন প্ল্যাকার্ড সহযোগে মৌন মিছিল নারাঙহিয়া রেডস্কয়ার প্রদক্ষিণ করে স্বনির্ভর বাজারে প্রদীপ প্রজ্বলন করে।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পিসিপি’র খাগড়াছড়ির জেলা কমিটির সহ-সভাপতি অনিমেষ চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা এবং সাধারণ শিক্ষার্থীর মুক্তা চাকমা।
এসময় বক্তারা বলেন, মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি আমরা গভীর শোক প্রকাশ করছি এবং আহতদের প্রতি জানাচ্ছি সহমর্মিতা। দেশের জনবসতিপূর্ণ এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর এমন বিমান বিধ্বস্তের ঘটনায় দেশবাসী আজ হতবাক। এমন পরিস্থিতিতে সবচেয়ে দেখার বিষয় হলো সরকার কেন নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ করছে না। তারা নিহতদের লাশ গায়েব করছে বলে অভিযোগ উঠছে। এটা করা হলে দেশের মানুষ তা মানবে না। সরকারকে অবশ্যই যারা নিহত হয়েছেন তাদের সঠিক সংখ্যা ও পরিচয় দেশের জনগণকে জানাতে হবে।