তারেক রহমান যুবসমাজকে আহ্বান জানালেন উন্নয়ন ও ঐক্য প্রতিষ্ঠায়, প্রতিহিংসার রাজনীতি ত্যাগ করতে
প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে: তারেক রহমান
- আপডেট সময় : ০৭:৫৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ১১৬৭ বার পড়া হয়েছে
ফাইল ছবি
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে প্রতিহিংসার রাজনীতি পরিহার করা জরুরি।
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
তারেক রহমান বলেন, “বাংলাদেশ এখন পরিণত দেশ; এখানে মানুষ প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতি আর চান না। তারা প্রত্যেক রাজনৈতিক দলের কাছেই গুণগত পরিবর্তন প্রত্যাশা করেন। খালি কথায় নয়, বাস্তব কর্মের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন করতে হবে।”
তিনি আরও বলেন, রাজনীতির লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ, যেখানে থাকবে মানবিক মূল্যবোধ, প্রযুক্তিনির্ভর শিক্ষা, কর্মসংস্থান এবং দক্ষ যুবশক্তি গড়ে তোলার পরিকল্পনা।