ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo তাড়াইলে ধলা ইউপি চেয়ারম্যান ঝিনুক গ্রেফতার Logo কিশোরগঞ্জে চবি চাকসুর জিএস সাঈদ বিন হাবিবকে বর্ণাঢ্য সংবর্ধনা Logo কিশোরগঞ্জে জেলা প্রশাসক ফৌজিয়া খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে আ.লীগের মিছিল: সাবেক প্রতিমন্ত্রীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা Logo প্রাথমিক শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার Logo রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি Logo ত্যাগ, নৈতিকতা নাকি দলীয় বলয়; কিশোরগঞ্জের ফাঁকা দুই আসনে কোন পথ বেছে নেবে রাজনীতি? Logo নির্বাচন বানচালের ষড়যন্ত্র: ক্ষমতার লোভে পেয়েছে উপদেষ্টাদের Logo খাগড়াছড়ি কারাগার থেকে পালিয়েছে দুই আসামি

ভুক্তভোগী গৃহবধূর সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর অভিযোগ

কিশোরগঞ্জে প্রতিপক্ষের দেওয়া আগুনে ঘরবাড়ি পুড়ে সর্বস্ব হারালো পরিবার!

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৫৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / ১১৯০ বার পড়া হয়েছে

ভুক্তভোগী পারভীরেন পরিবার। ছবি: আস্থা

কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদের শিমুলিয়া গ্রামে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী-সন্তান নিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন এক গৃহবধূ।

রোববার (২৪ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পারভিন এ অভিযোগ তুলে ধরেন।
তিনি জানান, তার ছোট ছেলে সাকিব স্কুল থেকে উপবৃত্তির এক হাজার টাকা নিয়ে মেলায় যাওয়ার পথে শ্রীমন্তপুর এলাকার কয়েকজন যুবকের হাতে মারধর ও ছিনতাইয়ের শিকার হয়। পরে বিষয়টি জানাজানি হলে বড় ছেলে রাকিব প্রতিবাদ করলে উত্তেজনা তৈরি হয়।

এরপর সেদিন রাতেই ২০-৫০ জন যুবক তাদের বাড়িতে গিয়ে রাকিবকে খুঁজতে থাকে এবং স্বামী কাজল মিয়াকে প্রাণনাশের হুমকি দেয়। কাজল মিয়া ভয়ে তাদের কাছে ক্ষমাও চান।

পারভিন অভিযোগ করেন, ঘটনার জেরে গত ৮ আগস্ট রাত ১০টার দিকে বিল্লাল মেম্বারের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত ২৫-৩০ জন তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তার স্বামী কাজল মিয়াকে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে তার বাম হাতের আঙুল কেটে যায়। পরে পেট্রোল ঢেলে বসতবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আগুনে নগদ এক লাখ ৭৫ হাজার টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশন, মোটরসাইকেলসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়। প্রাণে বাঁচলেও নিঃস্ব হয়ে পড়েছেন পরিবারটি।

তিনি আরও জানান, হামলাকারীরা এখনো ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করছে। ফলে তারা স্বামী-সন্তান নিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

সংবাদ সম্মেলনে পারভিন পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা ও ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী গৃহবধূর সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর অভিযোগ

কিশোরগঞ্জে প্রতিপক্ষের দেওয়া আগুনে ঘরবাড়ি পুড়ে সর্বস্ব হারালো পরিবার!

আপডেট সময় : ১১:৫৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদের শিমুলিয়া গ্রামে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী-সন্তান নিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন এক গৃহবধূ।

রোববার (২৪ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পারভিন এ অভিযোগ তুলে ধরেন।
তিনি জানান, তার ছোট ছেলে সাকিব স্কুল থেকে উপবৃত্তির এক হাজার টাকা নিয়ে মেলায় যাওয়ার পথে শ্রীমন্তপুর এলাকার কয়েকজন যুবকের হাতে মারধর ও ছিনতাইয়ের শিকার হয়। পরে বিষয়টি জানাজানি হলে বড় ছেলে রাকিব প্রতিবাদ করলে উত্তেজনা তৈরি হয়।

এরপর সেদিন রাতেই ২০-৫০ জন যুবক তাদের বাড়িতে গিয়ে রাকিবকে খুঁজতে থাকে এবং স্বামী কাজল মিয়াকে প্রাণনাশের হুমকি দেয়। কাজল মিয়া ভয়ে তাদের কাছে ক্ষমাও চান।

পারভিন অভিযোগ করেন, ঘটনার জেরে গত ৮ আগস্ট রাত ১০টার দিকে বিল্লাল মেম্বারের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত ২৫-৩০ জন তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তার স্বামী কাজল মিয়াকে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে তার বাম হাতের আঙুল কেটে যায়। পরে পেট্রোল ঢেলে বসতবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আগুনে নগদ এক লাখ ৭৫ হাজার টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশন, মোটরসাইকেলসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়। প্রাণে বাঁচলেও নিঃস্ব হয়ে পড়েছেন পরিবারটি।

তিনি আরও জানান, হামলাকারীরা এখনো ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করছে। ফলে তারা স্বামী-সন্তান নিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

সংবাদ সম্মেলনে পারভিন পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা ও ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।