ফুলবাড়িয়ায় ৪শ টাকার জন্য বন্ধুকে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ০২:৫৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১০৮৭ বার পড়া হয়েছে
ফুলবাড়িয়ায় ৪শ টাকার জন্য বন্ধুকে পিটিয়ে হত্যা
মোঃ হাসিব/ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গাজী মাহমুদ (১৮) নামের এক যুবককে পিটিয়ে হ’ত্যার অভিযোগ উঠেছে আলীম (১৯) এর বিরুদ্ধে। নিহত মাহমুদ ওই গ্রামের চৌধুরী মিয়ার ছেলে।
ঘটনার পর থেকে অভিযুক্ত আলীম (১৯) পলাতক রয়েছে। সে একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বন্ধুর কাছে ৪শ টাকা পাওনা দাবি করলে আলীমের সাথে মাহমুদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আলীম মাহমুদকে মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন বলে উল্লেখ করে ফুলবাড়ীয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, হত্যার ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে এবং আসামীকে আটকের চেষ্টা চলছে।