ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নারীর চুল কেটে জুতার মালা পরানো বিএনপির নেতাসহ আটক-৫

Astha DESK
  • আপডেট সময় : ০৮:১৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১০৭৬ বার পড়া হয়েছে

নারীর চুল কেটে জুতার মালা পরানো বিএনপির নেতাসহ আটক-৫

ভোলা প্রতিনিধিঃ

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় পরকীয়ার অভিযোগে মধ্যযুগীয় কায়দায় এক নারীকে মারধরের পর গলায় জুতার মালা পরিয়ে ও মাথার চুল কেটে নির্যাতনের ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, মামলার প্রধান আসামি বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কবির হোসেন (৫৫), একই ওয়ার্ডের আব্দুর রশিদ (৬০), মোঃ ইসমাইল (২৪), মেহেদি হাসান (২১) ও মোঃ সিরাজ (২৮)।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে জেলা পুলিশের আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত রোববার (৭ সেপ্টেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের বাটামারা এলাকায় এক নারীকে গলায় জুতার মালা পরিয়ে এবং মাথার চুল কেটে জনসম্মুখে হেনস্তা করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে প্রধান আসামিসহ পাঁচজনকে আটক করে। তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান চলছে।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আটক বিএনপির ওয়ার্ড নেতা মোঃ কবির হোসেন স্থানীয় উৎসুক জনতার সামনে নিজ হাতে ওই নারীর গলায় জুতার মালা পরিয়ে দিচ্ছেন। নেতার সঙ্গে থাকা অন্যরা তা দেখছিলেন এবং মোবাইলে ভিডিও ধারণ করছিলেন।

ট্যাগস :

নারীর চুল কেটে জুতার মালা পরানো বিএনপির নেতাসহ আটক-৫

আপডেট সময় : ০৮:১৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

নারীর চুল কেটে জুতার মালা পরানো বিএনপির নেতাসহ আটক-৫

ভোলা প্রতিনিধিঃ

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় পরকীয়ার অভিযোগে মধ্যযুগীয় কায়দায় এক নারীকে মারধরের পর গলায় জুতার মালা পরিয়ে ও মাথার চুল কেটে নির্যাতনের ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, মামলার প্রধান আসামি বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কবির হোসেন (৫৫), একই ওয়ার্ডের আব্দুর রশিদ (৬০), মোঃ ইসমাইল (২৪), মেহেদি হাসান (২১) ও মোঃ সিরাজ (২৮)।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে জেলা পুলিশের আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত রোববার (৭ সেপ্টেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের বাটামারা এলাকায় এক নারীকে গলায় জুতার মালা পরিয়ে এবং মাথার চুল কেটে জনসম্মুখে হেনস্তা করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে প্রধান আসামিসহ পাঁচজনকে আটক করে। তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান চলছে।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আটক বিএনপির ওয়ার্ড নেতা মোঃ কবির হোসেন স্থানীয় উৎসুক জনতার সামনে নিজ হাতে ওই নারীর গলায় জুতার মালা পরিয়ে দিচ্ছেন। নেতার সঙ্গে থাকা অন্যরা তা দেখছিলেন এবং মোবাইলে ভিডিও ধারণ করছিলেন।