শিরোনাম:
সাজেকে পর্যটকবাহী জীপ খাদে, নিহত-১
Astha DESK
- আপডেট সময় : ০৪:০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
সাজেকে পর্যটকবাহী জীপ খাদে, নিহত-১
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত আরও ১২ জন। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে হাউজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সড়ক দুর্ঘটনায় নিহত রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরো ১২ পর্যটক। আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
সাজেক থানার ওসি কানন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গনমাধ্যকে বলেন, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিঘিনালা উপজেলা হাসপাতালে প্রেরণ করে।










