ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

অন্তবর্তীকালীন সরকারের প্রস্তাবনার ৯৫ শতাংশ বিএনপির আড়াই বছর আগের: তারেক রহমান

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৫৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / ১২৩৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার প্রস্তাবনা দিয়েছে, তার প্রায় ৯৫ শতাংশ প্রস্তাবই বিএনপি আড়াই বছর আগে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিল।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ দাবি করেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল নানা বিষয়ে মতামত দিয়েছে। বিএনপিও তার অবস্থান স্পষ্ট করেছে। কোনো কোনো বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, তবে রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, মানুষের নিরাপত্তা ও কর্মসংস্থানের প্রশ্নে আমাদের কারও সঙ্গে আপত্তি নেই, দ্বিমতও নেই।

তিনি আরও বলেন, বিগত ১৬ বছর ধরে দেশের মানুষ তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে। গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক শক্তিগুলো মানুষকে ঐক্যবদ্ধ করেছে। যে স্বৈরাচার দীর্ঘদিন এ দেশের মানুষের কণ্ঠ রোধ করে রেখেছিল, তার বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে জনগণ তাদের অধিকার ফিরে পেয়েছে।

বক্তব্যের শেষাংশে তিনি উপস্থিত কাউন্সিলর ও নেতাকর্মীদের দুটি প্রতিজ্ঞা করান-
১. যেকোনো মূল্যে দলের সিদ্ধান্তে ঐক্যবদ্ধ থাকা।
২. ব্যক্তিস্বার্থে কাউকে দল ব্যবহার করার সুযোগ না দেওয়া।

সম্মেলনে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম,জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ওয়ারেছ আলী মানুন এবং আবু ওয়াহাব আকন্দ। জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সম্মেলনে যোগ দেন।

অন্তবর্তীকালীন সরকারের প্রস্তাবনার ৯৫ শতাংশ বিএনপির আড়াই বছর আগের: তারেক রহমান

আপডেট সময় : ১১:৫৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার প্রস্তাবনা দিয়েছে, তার প্রায় ৯৫ শতাংশ প্রস্তাবই বিএনপি আড়াই বছর আগে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিল।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ দাবি করেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল নানা বিষয়ে মতামত দিয়েছে। বিএনপিও তার অবস্থান স্পষ্ট করেছে। কোনো কোনো বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, তবে রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, মানুষের নিরাপত্তা ও কর্মসংস্থানের প্রশ্নে আমাদের কারও সঙ্গে আপত্তি নেই, দ্বিমতও নেই।

তিনি আরও বলেন, বিগত ১৬ বছর ধরে দেশের মানুষ তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে। গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক শক্তিগুলো মানুষকে ঐক্যবদ্ধ করেছে। যে স্বৈরাচার দীর্ঘদিন এ দেশের মানুষের কণ্ঠ রোধ করে রেখেছিল, তার বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে জনগণ তাদের অধিকার ফিরে পেয়েছে।

বক্তব্যের শেষাংশে তিনি উপস্থিত কাউন্সিলর ও নেতাকর্মীদের দুটি প্রতিজ্ঞা করান-
১. যেকোনো মূল্যে দলের সিদ্ধান্তে ঐক্যবদ্ধ থাকা।
২. ব্যক্তিস্বার্থে কাউকে দল ব্যবহার করার সুযোগ না দেওয়া।

সম্মেলনে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম,জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ওয়ারেছ আলী মানুন এবং আবু ওয়াহাব আকন্দ। জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সম্মেলনে যোগ দেন।