চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম
শেখ মুজিব গণতন্ত্র খেয়ে ফেললে জিয়ার আবির্ভাব হয়েছিল

- আপডেট সময় : ১২:০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ১০৩২ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, যখন শেখ মুজিব গণতন্ত্র ও স্বাধীনতা খেয়ে ফেলছিলেন, তখনই জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল। পরে তিনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন এবং স্বাধীনতাকে রক্ষা করেছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আব্দুস সালাম বলেন, আজকে একটি দল বিএনপি ও আওয়ামী লীগকে একসাথে মিলাতে চায়। অথচ আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর ধরে আপনারা লড়াই করেছেন, জেলে গিয়েছেন, পঙ্গু হয়েছেন অনেকে, আওয়ামী লীগের অত্যাচারে অনেকে জীবন দিয়েছেন। এখন বলা হচ্ছে বিএনপি নাকি আওয়ামী লীগের পথেই হাঁটছে। অথচ যারা এমন বলে তারাই অতীতে আওয়ামী লীগের সাথে জোট করেছে, আন্দোলন করেছে। কিন্তু বিএনপি কখনো আওয়ামী লীগের সাথে জোট বা আন্দোলন করেনি।
তিনি আরও বলেন, দেশ এখন দুইভাগে বিভক্ত- একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপি। আওয়ামী লীগ ভারতের দালাল। আর বিএনপির জন্মই হয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই ও সংগ্রামের জন্য। এখন ডাকসু-জাকসুতে জয় দেখিয়ে তারা বলছে জিতে গেছে। অথচ ওই জায়গায় তো তারা আগে থেকেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে আছে, একসাথে হলে থেকেছে।
কিশোরগঞ্জ প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা কিশোরগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর চেষ্টা করেছিলেন। ওসি, ডিসি থেকে শুরু করে সরকারি সকল কর্মকর্তাদের বাছাই করে এখানে দায়িত্ব দেওয়া হতো, যাতে বিরোধীরা আন্দোলন সংগ্রাম করতে না পারে।
এ সময় জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ওয়ারেছ আলী মানুন ও আবু ওয়াহাব আকন্দ। এছাড়া জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন।