প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ
- আপডেট সময় : ১১:৪৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ১২৬৬ বার পড়া হয়েছে
প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী আঠারবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় আঠারবাড়ী গো-হাটা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পিকআপ মোড়, ১৮ বাড়ি রেলওয়ে স্টেশন, কলেজগেইট হয়ে জুয়েল ইমন ইনডেক্স মার্কেটের সামনে এসে সমাবেশে পরিণত হয়। মিছিল চলাকালীন এলাকাজুড়ে জনস্রোত তৈরি হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা আঠারবাড়ী ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা সারওয়ার জামিল, সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ আঠারবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাঈদুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা (পূর্ব) সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম রহমানী প্রমুখ।
বক্তারা বলেন, দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসাবে আলেম-ওলামাদের নিয়োগের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানরা। তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস পশ্চিমা সংস্কৃতির অনুসরণে গানের শিক্ষক নিয়োগের চেষ্টা করছেন। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণ যদি আমেরিকা থেকে এনে কাউকে ক্ষমতার আসনে বসাতে পারে, তবে জুতা-ঝাড়ু মিছিল করে ক্ষমতাচ্যুত করতেও জানে।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন আঠারবাড়ী ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা সারওয়ার জামিল।















