দুর্গাপূজা উপলক্ষে পানছড়িতে বিজিবির আর্থিক অনুদান বিতরন
- আপডেট সময় : ০৫:০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬২৭ বার পড়া হয়েছে
দুর্গাপূজা উপলক্ষে পানছড়িতে বিজিবির আর্থিক অনুদান বিতরন
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুর্গম এলাকার ১০টি পূজা মণ্ডপে বাড়ার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালের দিকে ৩বিজিবি লোগাংরজোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ রবিউল ইসলাম পিপিএম এ আর্থিক অনুদান প্রদান করেন।
এই সময় তিনি মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন এবং পূজা উপলক্ষে সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সর্বাত্মক প্রস্তুতির কথা জানান।
তিনি বলেন, পূজায় আগত ভক্তরা যেন নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেটাই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে এবং ড্রোনের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়।
মতবিনিময় সভা শেষে তিনি দুর্গম এলাকার বৈশাক কুমার পাড়া পূজা মণ্ডপ পরিদর্শন শেষে মন্দিরের প্রয়োজনীয় উন্নয়নের অংশ হিসেবে ডেউ টিন প্রদান করেন।