কিশোরগঞ্জে খেলাফত মজলিসের স্মারকলিপি প্রদান
- আপডেট সময় : ১১:৫৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ১১১৯ বার পড়া হয়েছে
জুলাই সনদসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখা জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক ফৌজিয়া খানের হাতে স্মারকলিপি তুলে দেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শায়খুল হাদিস মাওলানা আবদুল আহাদ ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মো. মুজিবুর রহমান, হাফেজ মাওলানা মুফতি শহীদুল্লাহ্ খান, আলহাজ্ব মাওলানা আবুল কাশেম, সহ-সাধারণ সম্পাদক শামীম আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক মুফাসসির মাওলানা তোফাজ্জল হোসেন, বায়তুলমাল সম্পাদক মাওলানা অলীউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা মাসউদুল হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মাওলানা হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম খান প্রমুখ নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নসহ ৬ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।




















