দশমিনা উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবালের চতুর্থ জানাযা সম্পন্ন
- আপডেট সময় : ১০:৫১:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ১১৫৪ বার পড়া হয়েছে
এম বাহাউদ্দীন নোমান
দশমিনা উপজেলা প্রতিনিধি: দশমিনা উপজেলা পরিষদের সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন হাওলাদার(৪৮) গত ১৩/১০/২৫ সন্ধায় ঢাকা মুগদার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
গতকাল রাতে ঢাকায় প্রথম জানাযা,আজ ১৪/১০/২৫ মঙ্গলবার দশমিনা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ০৯-৩০ মিনিটে দ্বিতীয় জানাযা, আরজবেগী হাইস্কুল মাঠে ১১-৩০ তৃতীয় জানাযা ও সর্বশেষ তাঁর নিজ বাড়ির সংলগ্ন জৌতা হাইস্কুল মাঠে বাদ আছর চতুর্থ জানাযা সম্পন্ন হয়েছে।
জানা গেছে প্রতিটি জানাযায় হাজার হাজার লোকের সমাগম ঘটে।
ইকবাল হাওলাদার দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।একপর্যায়ে তিনি আইসিইউতে ভর্তি হন,অবস্থার অবনতি হলে সর্বশেষ তিনি লাইফ সাপোর্টে থেকে গত ১৩/১০/২৫ সোমবার সন্ধায় ইন্তেকাল করেন।
ইকবাল হোসেন হাওলাদার(৪৮) দশমিনা উপজেলাধীন ২ নং আলীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বাসিন্দা সাবেক মেম্বার আঃ আজিজ হাওলাদারের ছেলে। ৫ সন্তানদের মধ্যে তিনি সকলের বড়।
মৃত্যুর সময় স্ত্রী ও দুই কন্যা সন্তান-সহ অসংখ্য ভক্ত অনুসারী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় ভক্ত অনুসারীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য পদপ্রার্থী, হাসান মামুন,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী, মুফতি আবু বকর সিদ্দিক, গণ অধিকার পরিষদের সভাপতি, নুরুল হক নুর সহ আরো অনেকে।
জানাযা শেষে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
এমএইচ/আস্থা