কারো কোনো ব্যথা নেই, শিক্ষকদের দাবি না মানায় চলছে টানা কর্মবিরতি
- আপডেট সময় : ১২:০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ১০৯০ বার পড়া হয়েছে
সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন দেশের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা। তাদের দাবি, সরকারের এই সিদ্ধান্ত শিক্ষক সমাজের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।
এই দাবির পক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহৎ গণজমায়েত ও প্রতিবাদ কর্মসূচির আহ্বান জানানো হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, সেখানে থেকে টানা কর্মবিরতির ঘোষণা দিয়ে কেন্দ্রিয় শহীদ মিনারে করছে অবস্থান।
“৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধি—এটি এক প্রকার পরিহাস”
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন বলেন, “সরকার মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধি করেছে—এটি শিক্ষকদের সঙ্গে এক প্রকার পরিহাস। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এই অর্থে একদিনের পরিবারের খরচও মেটানো যায় না। আমরা সরকারের এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করছি এবং মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি পুনর্ব্যক্ত করছি।”
তিনি আরও জানান, সারাদেশ থেকে শিক্ষকরা ইতোমধ্যে ঢাকায় আসছেন এবং রবিবারের সমাবেশ থেকেই তারা লাগাতার অবস্থান কর্মসূচি শুরুর ঘোষণা দিতে পারেন যদি সরকার দাবি পূরণের প্রজ্ঞাপন না জারি করে।
পাঠ ছেড়ে মাঠে নেমেছেন দেশের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা। দীর্ঘদিনের পুরোনো দাবিগুলোর কোনো সমাধান না হওয়ায় সরকারের প্রতি ক্ষোভে ফুঁসছেন তারা। শিক্ষকদের অভিযোগ, তাদের ন্যায্য দাবি বারবার উপেক্ষিত হচ্ছে, অথচ শিক্ষা মন্ত্রণালয় নিরব ভূমিকা পালন করছে।
এমএইচ/আস্থা