রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরামের কমিটি গঠন সভাপতি আবু ইউসুফ সেক্রেটারি জসীম উদ্দীন
- আপডেট সময় : ০৯:৫৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ১০৭৭ বার পড়া হয়েছে
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি জেলার সংসদীয় আসন ১২৪ ঝালকাঠি-১ আসনের উন্নয়নের জন্য রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরাম নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করেছে। একই দিনে ওই সংগঠনের কমিটিও গঠন করা হয়।
গত ১৫ অক্টোবর বুধবার বেলা ১১ টায় সংগঠনের রাজাপুরের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
রাজাপুর-কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সকলের মতামতের ভিত্তিতে ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমির এডভোকেট হাফিজুর রহমানকে সংগঠনের প্রধান উপদেষ্টা করে মাওলানা মোঃ আবু ইউসুফকে সভাপতি নির্বাচিত করা হয় এবং মাওলানা মোঃ জসিম উদ্দিনকে সেক্রেটারি মনোনীত করা হয়। এছাড়াও ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করা হয়।
ঝালকাঠি -১ (রাজাপুর- কাঁঠালিয়া) আসনের দল-মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সংসদীয় আসন ঝালকাঠি-১ এর দুই উপজেলার বিভিন্ন সেক্টরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
মো. আমিনুল ইসলাম
ঝালকাঠি প্রতিনিধি
০১৭১১১১২৪২২