কিশোরগঞ্জে সুপারি চুরি করতে গিয়ে গাছ ভেঙে চোরের মৃত্যু
- আপডেট সময় : ১১:৫৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ১০৯০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কামালিয়ারচরে সুপারি চুরি করতে গিয়ে সুপারি গাছ ভেঙে মো. মমিন (৪০) নামে এক চোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলা বিন্নাটি কামালিয়ারচর জামে মসজিদের পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুমিন সদর উপজেলার বিন্নাটি কামালিয়ারচর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুমিন একজন পেশাগত চোর। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় চুরি করে আসছে। আজ রাতে মনে হয় সে সুপারি চুরি করতে সুপারি গাছে উঠে। পরে সুপারি গাছ ভেঙে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মৃত্যুদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রাতে সুপারি গাছ ভেঙ্গে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



















