খাগড়াছড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠা বাষিকী পালিত
- আপডেট সময় : ০৮:৫৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ১০২৩ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠা বাষিকী পালিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
“যুব, ঐক্য, প্রগতি-যুবদলের মূলনীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে ব্যাপক কর্মসূচীর মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম পালন করা হয়েছে।
এ উপলক্ষে জেলা যুবদলের উদোগে আজ সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের চেঙ্গী স্কোয়ার থেকে একটি বনাট্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ এর সভাপত্বিতে সমাবেশে মিলিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য (ভাচুয়ালী) রাখেন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদূদ ভুইয়া।
এসময় তিনি বলেন, সামনে ত্রয়োদশ নির্বাচন, তাই জনসাধারণের কাছে গিয়ে তাদের সুখ দুঃখের কথা জানতে হবে। আগামী দিনে ধানের শীর্ষে ভোট দিয়ে খাগড়াছড়ির মানুষের ভাগ্য পরিবতন করতে সকলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ন-সাধারণ সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, অনিমেষ চাকমা, মহিলাদল সভাপতি কুহেলী দেওয়ানসহ জেলা যুবদলের নেতৃত্ববৃন্দ।



















