পাহাড় কাটার দায়ে রামগড়ে ১ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ০২:৪৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ১৩১৭ বার পড়া হয়েছে
পাহাড় কাটার দায়ে রামগড়ে ১ লাখ টাকা জরিমানা
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
অবৈধভাবে পাহাড় কাটার দায়ে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় মোঃ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) রাত দেড়টার রামগড় পৌরসভার ৫ নং ওয়ার্ডের বৈদ্যটিলা নামক এলাকায় এই দন্ড প্রদান করা হয়।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, অবৈধভাবে পাহাড় কাটা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে মোঃ আরিফ নামের এক ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৬খ এর বিধান লংঘনের কারণে উক্ত আইনের ধারা ১৫ এর ১ উপধারার অধীন টেবিলের ক্রমিক নং ৫ এ উল্লিখিত (প্রথম অপরাধের ক্ষেত্রে) ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও বলেন, অভিযোগ আছে একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের বেলা অবৈধভাবে পাহাড় কাটছে যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি ও হুমকির কারণ। এভাবে অনিয়ন্ত্রিতভাবে পাহাড় কাটার ফলে পাহাড় ধ্বসের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। পাহাড় ধ্বসের কারণে জীবন ও সম্পদের ক্ষতিসাধন হচ্ছে। এতে অনেক সময় প্রাণহানিরও ঘটনা ঘটছে। অবৈধভাবে পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। অবৈধভাবে পাহাড় কাটার সাথে যারা যারা জড়িত তাদের সবাইকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।












