ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

জাতীয় নির্বাচনের দিনে গণভোট-দাবীর ভারসাম্য রক্ষা করছে সরকার

Astha DESK
  • আপডেট সময় : ০১:৩৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ২৩০৯ বার পড়া হয়েছে

জাতীয় নির্বাচনের দিনে গণভোট-দাবীর ভারসাম্য রক্ষা করছে সরকার

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দাবীর সূত্র ধরে জাতীয় নির্বাচনের দিন গণভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। গতকাল সোমবার জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ।

অন্যদিকে জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাইছে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট। এই পরিস্থিতিতে গতকাল সোমবার জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ।

অন্যদিকে গতকাল একটি সংবাদ সম্মেলনে এ–সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান। তবে তিনি মনে করেন, দলগুলোর মধ্যে আলোচনার জন্য একজন ‘রেফারি’র অভাব হতে পারে। তাঁরা আশা করেন এখানে প্রধান উপদেষ্টা রেফারির ভূমিকা পালন করবেন।

বৈঠক সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হবে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেয়া হয়েছে, সেখানেই গণভোটের ব্যাপারে বার্তা রয়েছে। তবে দলগুলোর দাবির মধ্যে ভারসাম্য রক্ষা করা হচ্ছে বলেও জানা গেছে।

একাধিক সূত্র জানিয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে। এই গণভোটে জুলাই সনদের প্রস্তাবগুলোর ওপর বিভিন্ন দলের দেয়া নোট অব ডিসেন্ট (ভিন্নমত) উল্লেখ থাকবে না। তবে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নে ২৭০ দিনের বাধ্যবাধকতার যে সুপারিশ করা হয়েছে, সেটি তুলে দেয়া হবে।

সূত্র আরো জানিয়েছে, সংসদের উচ্চকক্ষ পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে গঠিত হবে।

সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উল্লিখিত সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। তবে এখনই এসব সিদ্ধান্ত দলগুলোর ও চাপিয়ে দিতে চায় না সরকার। এজন্য দলগুলোকেই নিজেরা বসে মতৈক্যে এসে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে আহ্বান জানিয়েছে।

সূত্র জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। ফলে জাতীয় নির্বাচনের আগে গণভোট অসম্ভব নয়। এ কারণে জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে করতে হবে গণভোট।

ট্যাগস :

জাতীয় নির্বাচনের দিনে গণভোট-দাবীর ভারসাম্য রক্ষা করছে সরকার

আপডেট সময় : ০১:৩৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

জাতীয় নির্বাচনের দিনে গণভোট-দাবীর ভারসাম্য রক্ষা করছে সরকার

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দাবীর সূত্র ধরে জাতীয় নির্বাচনের দিন গণভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। গতকাল সোমবার জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ।

অন্যদিকে জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাইছে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট। এই পরিস্থিতিতে গতকাল সোমবার জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ।

অন্যদিকে গতকাল একটি সংবাদ সম্মেলনে এ–সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান। তবে তিনি মনে করেন, দলগুলোর মধ্যে আলোচনার জন্য একজন ‘রেফারি’র অভাব হতে পারে। তাঁরা আশা করেন এখানে প্রধান উপদেষ্টা রেফারির ভূমিকা পালন করবেন।

বৈঠক সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হবে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেয়া হয়েছে, সেখানেই গণভোটের ব্যাপারে বার্তা রয়েছে। তবে দলগুলোর দাবির মধ্যে ভারসাম্য রক্ষা করা হচ্ছে বলেও জানা গেছে।

একাধিক সূত্র জানিয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে। এই গণভোটে জুলাই সনদের প্রস্তাবগুলোর ওপর বিভিন্ন দলের দেয়া নোট অব ডিসেন্ট (ভিন্নমত) উল্লেখ থাকবে না। তবে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নে ২৭০ দিনের বাধ্যবাধকতার যে সুপারিশ করা হয়েছে, সেটি তুলে দেয়া হবে।

সূত্র আরো জানিয়েছে, সংসদের উচ্চকক্ষ পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে গঠিত হবে।

সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উল্লিখিত সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। তবে এখনই এসব সিদ্ধান্ত দলগুলোর ও চাপিয়ে দিতে চায় না সরকার। এজন্য দলগুলোকেই নিজেরা বসে মতৈক্যে এসে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে আহ্বান জানিয়েছে।

সূত্র জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। ফলে জাতীয় নির্বাচনের আগে গণভোট অসম্ভব নয়। এ কারণে জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে করতে হবে গণভোট।