খাগড়াছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- আপডেট সময় : ১০:৩৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ১০৮৭ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার অনুষ্টিত হয়েছে। আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকালে চেঙ্গী স্কোয়ার থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চ এলাকায় সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা-এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ এর সঞ্চালিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা প্রমূখ।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা লিপ্সু ছিলেন না। দেশের জ্ঞানী, গুনি, বুদ্ধিজীবি, চাকুরীজীবি দেশকে সংকট থেকে রক্ষার জন্য জিয়াউর রহমানকে ক্ষমতায় বসায়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁরা সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।















