শিরোনাম:
তাড়াইলে ধলা ইউপি চেয়ারম্যান ঝিনুক গ্রেফতার
Doinik Astha
- আপডেট সময় : ০৯:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ১০১৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ আলম ঝিনুক (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাড়াইল বাজারের পূবালী ব্যাংক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
আফরোজ আলম ঝিনুক তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক ভূঁইয়া মোতাহারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের একটি ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক আসামি। এছাড়া কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায়ও তিনি এজাহারনামীয় আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান জানান, চেয়ারম্যান ঝিনুকের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।



















