আ.লীগের আগ্রাসনের প্রতিবাদে পানছড়িতে যুবদলের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৭:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ১০৪৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
দেশ ব্যাপী সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা যুবদলের উদ্দ্যেগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১২ নভেম্বর/২৫) বিকেল ৪টার দিকে পানছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে এ
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়া স্কয়ারে উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আবছার-এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
পানছড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম কম্পানীর সঞ্চালিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ বেলাল হোসেন।
স্বৈরাচার আওয়ামী লীগ ১৩ নভেম্বর যেই ‘লক ডাউনের’ ডাক দিয়েছে তা জনগণ কোনোভাবেই বাস্তবায়ন হতে দেবে না উল্লেখ করে বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশব্যাপী অগ্নিসংযোগ ও সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে, যা গণতন্ত্র ও জনগণের অধিকারকে হুমকির মুখে ফেলেছে, এর বিরুদ্ধে যুবদলসহ বিএনপি পরিবার ঐক্যবদ্ধভাবে রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে।
বক্তারা খাগড়াছড়ি-২৯৮নং আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব ওয়াদুদ ভুইঁয়াকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করার আহবান জানান।
অন্যনাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ম-সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মহরম আলী প্রমূখ।



















