ফুলবাড়ীয়ায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
- আপডেট সময় : ১২:০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ১০৩৪ বার পড়া হয়েছে
ফুলবাড়ীয়ায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
মোফাজ্জল হোসেন ইলিয়াছ/ফুলবাড়িয়া থেকেঃ
ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়ায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার ৬নং ফুলবাড়ীয়া ছনকান্দার উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে এ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
পুলিশের সূত্র মতে জানা যায়, রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩ টার দিকে পাওয়া সংবাদের ভিত্তিতে উপজেলার ৬নং ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ ভবনের পিছন ও ছনকান্দার উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় আ’তঙ্ক ছড়িয়ে পড়েছে।
ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, ৫টি ককটেল ও ২টি পেট্রোল বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করার জন্য বালতির পানিতে রাখা হয়েছে এবং যে কোন নাশকতা ঠেকাতে ফুলবাড়ীয়া থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
























