সাংবাদিকতার এক নক্ষত্র এম এ রশিদ ভূইয়ার ইন্তেকাল
- আপডেট সময় : ১১:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ১০০৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নে আগরপাট্টা গ্রামের প্রখ্যাত সাংবাদিক, শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব এম এ রশীদ ভূইয়া আর নেই।
শনিবার ( ২২ নভেম্বর) রাত ১২টা ৪০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
দীর্ঘ কর্মজীবনে তিনি কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পাকুন্দিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পুলেরঘাট আঞ্চলিক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ,দৈনিক আজাদ,বাংলা বাজার, দৈনিক আজকের দেশ সহ বিভিন্ন খবরের কাগজে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, মহান আল্লাহতায়লা মরহুমকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানিয়ে দিন।হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সমানভাবে সক্রিয় এই ব্যক্তিত্ব উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিরও দীর্ঘদিনের সভাপতি ছিলেন।
শিক্ষাক্ষেত্রে তার অবদান ছিল অনন্য। আগরপাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বর্ণপদক অর্জন করেন তিনি। পাশাপাশি কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আগরপাট্টা হাফিজিয়া মাদ্রাসার দীর্ঘমেয়াদি সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষাসেবায় ছিল তার উল্লেখযোগ্য ভূমিকা।
তার মৃত্যুতে পাকুন্দিয়া প্রেস ক্লাব সভাপতি আসাদুজ্জামান খন্দকার , সাধারণ সম্পাদক এস এম মিনহাজ উদ্দিন , পুলেরঘাট আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি এম সাঈদুল ইসলাম , কাশেম শোক প্রকাশ করেছেন।
তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, সৎ সাংবাদিক ও সমাজনন্দিত ব্যক্তিত্বকে হারিয়ে স্থানীয়রা শোকাবিভূত।



















