দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি অষ্টগ্রাম থানার রুহুল আমিন
- আপডেট সময় : ১১:১৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ১০০৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলায় টানা দুইবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন। সেপ্টেম্বর ও অক্টোবর এই দুই মাসে অভিন্ন মানদণ্ডে মূল্যায়নের ভিত্তিতে পরপর দ্বিতীয়বারের মতো তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।
শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টায় কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী নির্বাচিতদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
জানা যায়,অপরাধ দমন, থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, চুরি-ছিনতাই প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি গ্রেফতারে তার বিশেষ ভূমিকার জন্য এ স্বীকৃতি প্রদন করা হয়। জেলায় সর্বোচ্চ মাদক উদ্ধারেও অষ্টগ্রাম থানার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।এদিকে একই থানার এসআই (নি:) একেএম মোশারফ
হোসেন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা, এএসআই (নি:) মো. শফিকল আলম শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা এবং কলমা ইউনিয়নের গ্রাম পুলিশ সোহেল দাস বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতার জন্য বিশেষ পুরস্কার অর্জন করেন।
অষ্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক এ অর্জন সাধারণ মানুষের আস্থা আরও বাড়িয়ে তুলেছে বলে স্থানীয়রা জানান।



















