শিরোনাম:
প্রতিবন্ধী সেবা সংস্থা’র উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
Doinik Astha
- আপডেট সময় : ০৯:৩৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ১০০৯ বার পড়া হয়েছে
ছবি: আস্থা
কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা’র উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। কুলিয়ারচর পৌর এলাকার বড়খারচর গ্রামে প্রতিষ্ঠিত কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা কার্যালয়ে ২৪ নভেম্বর সোমবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের সহযোগিতায় কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা’র বাস্তবায়নে উপজেলার ২৩ জন প্রতিবন্ধীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফারজানা আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা’র সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, প্রচার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আরিফুল ইসলাম ও সদস্য মো. রাকিবুল রহমান রফিক সহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের স্টাফবৃন্দ উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
প্রতি বস্তার ব্যাগে ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি করে চাল, ১ কেজি করে দেশী মশুর ডাল, ১ কেজি করে আয়োডিন যুক্ত লবন, ১কেজি করে চিনি, ১লিটার করে ভোজ্য (সয়াবিন) তেল, ১০০গ্রাম করে মরিচের গুঁড়া, ২০০ গ্রাম করে হলুদের গুঁড়া ও ১০০ গ্রাম করে ধনিয়া গুঁড়া।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক বলেন, সরকারের পাশাপাশি সমাজের দুস্থ প্রতিবন্ধীদের কল্যাণে সবাইকে স্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসলে তাদের দুঃখ কিছুটা হলেও লাগব হত।






















