শাস্তি স্থগিত, বিশ্বকাপে খেলতে বাধা নেই রোনালদোর
- আপডেট সময় : ০৯:৫২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ৯৯৯ বার পড়া হয়েছে
পর্তুগিজ সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদোকে দেওয়া তিন ম্যাচের নিষেধাজ্ঞার দুটি স্থগিত করে ফিফা আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এর ফলে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলোতে তার খেলতে কোনো বাধা থাকছে না।
এই মাসের শুরুতে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে দারা ও’শের পিঠে কনুই মারায় লাল কার্ড দেখেন ৪০ বছর বয়সী রোনালদো, যা ছিল তার ২২৬ আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো লাল কার্ড। সেই ম্যাচের শাস্তি হিসেবে ফিফা তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছিল।
তবে একটি ম্যাচের শাস্তি তিনি ইতোমধ্যে কাটিয়েছেন আর্মেনিয়ার বিপক্ষে। রোনালদো বিহীন এই ম্যাচে বড় জয়ে পর্তুগাল নিশ্চিত করে ২০২৬ বিশ্বকাপের টিকিট।
ফিফার বিবৃতিতে জানানো হয়েছে, বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের প্রবেশন পিরিয়ডে স্থগিত রাখা হয়েছে। এই সময়ের মধ্যে রোনালদো একই ধরনের অপরাধ করলে স্থগিতাদেশ বাতিল হয়ে যাবে এবং তাকে বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা সঙ্গে সঙ্গে পালন করতে হবে।
আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপ গ্রুপ পর্বের ড্র। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোল করা রোনালদো ছয় নম্বর বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছেন। বর্তমানে সৌদি আরবের আল নাসরের হয়ে খেললেও জাতীয় দলে তার উপস্থিতি এখনো সমান গুরুত্বপূর্ণ।

























