পানছড়ি ৩ বিজিবির বিবিধ সামগ্রীসহ আর্থিক অনুদান বিতরণ
- আপডেট সময় : ১২:২২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / ১০১০ বার পড়া হয়েছে
পানছড়ি ৩ বিজিবির বিবিধ সামগ্রীসহ আর্থিক অনুদান বিতরণ
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জনকল্যাণমূলক কর্মসূচীর আওতায় খাগড়াছড়ি জেলার পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কর্তৃক বিবিধ সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর/২৫) সকাল সাড়ে ৮টার দিকে এ সকল সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধীনস্থ ওয়াইনথং বিওপির দায়িত্বপূর্ণ ঐশ্বনী কারবারী পাড়া এবং নাড়াইছড়ি বিওপির দায়িত্বপূর্ণ গংগাধনছড়া এলাকার গরীব ও অসহায় পরিবারের মাঝে ৩ বান্ডিল ঢেউটিন, সেলাই কাজে অভিজ্ঞ অসহায় ৪ জন মহিলাকে ৪টি সেলাই মেশিন এবং ১টি অসহায় পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম (সেবা)।
পরে অধিনায়ক ওয়াইনথং, নাড়াইছড়ি, ঐশ্বনী কারবারী পাড়া ও গংগাধনছড়া এলাকার হেডম্যান, কারবারী ও জনসাধারণের সাথে মতবিনিময় সভায়, পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপস্থিত সকলকে আশ্বস্থ করে বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।












