তাড়াইলে দারুল কুরআন মাদরাসার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৬:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / ১০৩৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় দারুল কুরআন মাদরাসা ও দারুল কুরআন মহিলা মাদরাসার উদ্যোগে পবিত্র কুরআনের সবক প্রদান, শিক্ষা প্রদর্শনী, বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্স মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের প্রধান ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মাদ সাইফুল্লাহ্।
অনুষ্ঠানে আবাসিক নুরানি বিভাগের উত্তীর্ণ ৮ জন এবং নুরানি দ্বিতীয় শ্রেণির ৩০ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান করেন তাড়াইল-সাচাইল দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা ফয়েজ উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহসভাপতি মো. মজিবুর রহমান, উপজেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুল হাই, কিশোরগঞ্জ বড়ভাগ এমদাদুল উলুম আলিম মাদরাসার প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান এবং তালজাঙ্গা ইউনিয়ন আলিম মাদরাসার প্রভাষক মাওলানা নাজমুল ইসলাম।
মাদরাসার নুরানি দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মো. মমশাদ ও আফরিন আরা ফাইজার সঞ্চালনায় এবং শিক্ষা সচিব মাওলানা জিয়াউল হক, সহকারী শিক্ষক মাওলানা সোহাইল শাহীন ও হাফেজ মাওলানা শরীফুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাড়াইল থানা জামে মসজিদের খতিব মাওলানা ক্বারি মোশাহিদুর রহমান, তাড়াইল হাসপাতাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শামছুজ্জামান, ইসলামী আন্দোলনের উপজেলা সহসভাপতি মাওলানা আবদুর রউফ, খেলাফত মজলিসের উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, তাড়াইল উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি মুকুট রঞ্জন দাস মধু প্রমুখ।
এছাড়া বিভিন্ন মাদরাসার মুহতামিম, খতিব, আলেম-ওলামা, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় রাষ্ট্রীয় শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করে খতমে কুরআন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।










