তারেক রহমানকে সংবর্ধনা শেষে ঘরে ফিরছে নেতাকর্মীরা
- আপডেট সময় : ১১:৩০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / ১১৩০ বার পড়া হয়েছে
তারেক রহমানকে সংবর্ধনা শেষে ঘরে ফিরছে নেতাকর্মীরা
মোফাজ্জল হোসেন ইলিয়াছ/ঢাকাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা শেষে রাজধানী ছাড়ছেন সংগঠনটির নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে তারেক রহমানের বক্তব্য শেষ করার পর অনুষ্ঠানস্থল ত্যাগ করতে শুরু করেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতার্মীরা।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে একনজর দেখতে খাগড়াছড়ি থেকে আসা খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম বলেন, তারেক রহমান আমাদের আদর্শ। প্রায় ১৮ বছর পর তিনি দেশে এসেছেন। তাকে একনজর দেখতে এবং সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছি।
পানছড়ি উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক সৈয়দ মোঃ ইদ্রিছ আলী বলেন, খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা থেকে আমার তিন শতাধিক নেতৃস্থানীয় ব্যক্তি এসেছি। আমরা একদিন আগে এসে অনুষ্ঠানস্থলে অবস্থান করেছি। নির্ঘুম রাত কাটিয়ে আমাদের জন্য প্রাণ প্রিয় নেতাকে এক নজর দেখেছি ও নেতার বক্তব্য শুনে মনে শান্তি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি।
একই সঙ্গে আসা খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক খন্দকার মানুন মুক্তাদির বলেন, তারেক রহমান আমাদের আবেগের নাম। তাকে এক নজর দেখতে এবং সরাসরি তার মুখের বাণী শুনতে আমাদের প্রাণ প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে পানছড়ি উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের সাথে ঢাকায় এসেছি।।
এর আগে, বৃহস্পতিবার বিকাল ৩টা ৫১ মিনিটে মঞ্চে ওঠেন তারেক রহমান। তিনি সংবর্ধনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ৩০০ ফিট এর আপপাশ এলাকা স্লোগানে উত্তাল হয়ে ওঠে। তারেক রহমান নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান।
অনুষ্ঠান শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা তার মা ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান। এরপর ফেরেন তার গুলশানের বাসায়।










