ময়মনসিংহ-৯ (নান্দাইল) সংসদীয় আসন
নান্দাইলে মনোনয়ন ঘিরে উত্তাপ: নাসের খান চৌধুরী বাদ পড়লে স্বতন্ত্র নির্বাচন ও আন্দোলনের প্রস্তুতি
- আপডেট সময় : ০৬:১৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ১০৪০ বার পড়া হয়েছে
নাসের খান চৌধুরী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে। একই পরিবারের মা ও ছেলে প্রয়াত সংসদ সদস্য (এমপি), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা সদস্য, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর স্ত্রী হাসিনা খান চৌধুরী এবং ছেলে নাসের খান চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করায় আসনটির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে।
নাসের খান চৌধুরী ও তার মা হাসিনা খান চৌধুরীর পক্ষে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এ পর্যন্ত মোট ১৩ জন প্রার্থী এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এই তালিকায় বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী। তিনি সাবেক এমপি আনোয়ার হোসেন খান চৌধুরীর ছেলে এবং প্রয়াত খুররম খান চৌধুরীর ভাতিজা।
তবে মাঠপর্যায়ের বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরছে। নান্দাইলের তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা বলছেন, জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততার বিচারে নাসের খান চৌধুরীই এই আসনের সবচেয়ে শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রার্থী। তাদের দাবি, নাসের খান চৌধুরী শুধু একজন মনোনয়ন প্রত্যাশী নন তিনি নান্দাইলের জনগণের আস্থা, আবেগ ও প্রত্যাশার প্রতীক।
এদিকে নাসের খান চৌধুরীকে ঘিরে নান্দাইলের তৃণমূল বিএনপির নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল নেতাকর্মীরা বলছেন, নাসের খান চৌধুরী একজন ক্লিন ইমেজের, জনবান্ধব ও মাঠপর্যায়ে অত্যন্ত জনপ্রিয় নেতা। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
তৃণমূল নেতাকর্মীরা অভিযোগ করেন, যদি কেন্দ্রীয়ভাবে মাঠের বাস্তব জনমত ও তৃণমূলের মতামত উপেক্ষা করে যদি চুড়ান্ত মনোনয়ন দেওয়া হয়, তাহলে তা হবে রাজনৈতিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, নাসের খান চৌধুরীকে অবমূল্যায়ন করা হলে নান্দাইলের জনগণই তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড় করাবে।
একাধিক তৃণমূল নেতা বলেন, “দল যদি আমাদের জনপ্রিয় নেতাকে মূল্যায়ন না করে, তাহলে আমরা বসে থাকবো না। প্রয়োজনে সাধারণ মানুষ নিজেদের অর্থ ব্যয় করে সংগঠিতভাবেই তাকে নির্বাচনের মাঠে রাখবে। তৃণমূল সূত্র জানায়, মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে তাদের দাবির প্রতি গুরুত্ব না দিলে নান্দাইলে কঠোর কর্মসূচি ও আন্দোলনের প্রস্তুতিও রয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচি থেকে শুরু করে ধারাবাহিক সাংগঠনিক চাপ সৃষ্টির কথাও ভাবছে তৃণমূল বিএনপি।
নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, নান্দাইলের রাজনৈতিক বাস্তবতা, তৃণমূলের স্পষ্ট বার্তা ও জনগণের প্রত্যাশা বিবেচনায় নিয়ে নাসের খান চৌধুরীকেই দলীয় মনোনয়ন দেওয়া হোক। অন্যথায় এই আসনে দলীয় ঐক্য, নির্বাচনী কৌশল এবং ভবিষ্যৎ সাংগঠনিক শক্তি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে তারা সতর্ক করেন।
তাদের মতে, এতে শুধু দলীয় ঐক্যই সুদৃঢ় হবে না, বরং নান্দাইলের মানুষ একজন গ্রহণযোগ্য নেতৃত্ব পাবে, যা বিএনপির সাংগঠনিক শক্তি আরও দৃঢ় করবে।










