খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী
- আপডেট সময় : ১২:১৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ১০০৪ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
রাস্তা-ঘাটের উন্নয়ন, বিদ্যুাতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, পর্যটন বিকাশ, নারী ক্ষমতায়ন ও মাদক নিয়ন্ত্রণ এবং শান্তি ও সম্প্রীতিসহ সার্বিক উন্নয়নের অঙ্গীকার করেছেন খাগড়াছড়ি আসনের প্রতিদ্বন্দ্বী ১০ জন সংসদ সদস্য প্রার্থী। তবে অনুপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি/২৬) বিকেলে খাগড়াছড়ি টাউন হলের সামনে ‘জনগণের মুখোমুখি’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে প্রার্থীরা এসব প্রতিশ্রুতি দেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে বিকেল ৪টা থেকে আয়োজিত সুজন-এর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দীন ইউসুফ-এর সভাপতিত্বে ও সনাক ঢাকার কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার-এর সঞ্চালিত আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক।
এসময় বিএনপি’র প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া বলেন, তিনি খাগড়াছড়ি’র শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করবেন। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করার পাশাপাশি দুর্নীতিমুক্ত খাগড়াছড়ি গড়ে তোলা এবং অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রতিটি পরিবারের আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টির করবেন।
জামায়াতে ইসলামীর প্রার্থী এ্যাড. মোঃ ইয়াকুব আলী চৌধুরী বলেন, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল করতে চাই, প্রত্যাশিত উন্নয়ন করে বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করব।
জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা বলেন, নির্বাচিত হলে নারীদের উন্নয়ন এবং নারী ও শিশুর নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেবো।
স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান বলেন, ‘দীর্ঘদিন ধরে পাহাড়ি রাজনীতির সঙ্গে যুক্ত আছি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে চাই।
স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা বলেন, এলাকার সন্তান হিসেবে খাগড়াছড়ির উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই, বেকার যুবক এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের সহায়তায় কাজ করতে চাই।















