শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ীতে আব্দুস শহীদ এমপির রোগমুক্তির জন্য বিশেষ প্রার্থনা।
শামীম আহমেদ তালুকদার,মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।
শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মাটি ও মানুষের নেতা ড. মোঃ আব্দুস শহীদ এমপি এর রোগ মুক্তির জন্য প্রার্থনা অনুষ্ঠিত হয়।
শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালী বাড়ীর নাট মন্দিরে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর সোয়া ২ ঘটিকায় শ্রীমঙ্গল কমলগঞ্জ গণমানুষের নেতা সাবেক চিফ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ডক্টর মোঃ আব্দুস শহীদ এমপি মহোদয় এর আশু রোগমুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন লিটন ভট্রাচার্য্য।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ির সভাপতি ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল শাখার সভাপতি, স্বপন রায়, সম্পাদক ডা. হরিপদ রায়, শ্রী শ্রী জগন্নাথ আখড়া পরিচালনা কমিটির সভাপতি আজয় দেব, সুশীল শীল, বকুল পাল, শচীন্দ্র বৈদ্য, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জগজ্যেতি ধর শুভ্র, জহর তরফদার, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়, সম্পাদক ছোটন চৌধুরী, শংকর বনিক, পিযুষ দাশ, ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, কাউন্সিলর চয়ন রায়, শংকু দত্ত, রাজু ভট্টাচার্য প্রমুখ।