DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার ফুলছড়িতে বন্যা দুর্গতদের জন্য সেনাবাহিনীর মানবিক ত্রাণ সহায়তা

News Editor
নভেম্বর ২২, ২০২০ ১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

গাইবান্ধার ফুলছড়িতে বন্যা দুর্গতদের জন্য সেনাবাহিনীর মানবিক ত্রাণ সহায়তা

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার পক্ষ থেকে ৬৬ আর্টিলারি বিগ্রেড এর অধিনস্থ- ২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্যবস্থাপনায় গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় বন্যা দুর্গত ১শ’ টি পরিবারকে ২৬ জুলাই রোববার মানবিক ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অতিরিক্ত বৃষ্টির কারণে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় ১ হাজার ৩৪০টি পরিবারের মোট ৭ হাজার ৩৬০ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেইসাথে বর্তমান বিশ্বের অন্যতম প্রধান সমস্যা করোনার কারণে দেশের নিম্ন আয়ের লোকজনের অর্থের উপার্জন ও জীবিকা নির্বাহ খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে।
দেশের এই সংকট মুহুর্তে বাংলাদেশ সরকার এইসব ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সরকারের এই কার্যক্রমের সাথে সম্পৃক্ততা অর্জনের লক্ষ্যে আসন্ন ঈদ-উল আজহার আগে জিওসি ৬৬ পদাতিক ডিভিশন রংপুর বিভাগের সকল জেলায় ত্রাণ প্রদানের নির্দেশনা প্রদান করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]