DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে কোরবানি হাট জমে উঠলেও ক্রেতা নেই

News Editor
নভেম্বর ২২, ২০২০ ১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

বোরহানউদ্দিন, দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুর জেলার উত্তর অঞ্চলের সবচেয়ে বড় কোরবানি পশু হাট সানন্দবাড়ী। দেওয়ানগঞ্জের উপজেলা সানন্দবাড়ী কুরবানির হাট আজ রবিবার খুবি খারাপ যাইতেছে। পশু আমদানি হলেও বেচা কেনা নাই বললেই চলে। সারা দিনে এখন অবধি মাত্র ৯০ টি গরু বিক্রি হয়েছে যেখানে অন্য বছর এই সময়ে ৬৮০ টির মত গরু বিক্রি হয়।

সানন্দবাড়ী হাট ইজারাদার রেজাউল করিম লাভলু জানিয়েছেন আমাদের বিরাট লস হয়ে যাবে। কোটি টাকা দিয়ে হাট ইজারা নিয়ে প্রায় ৪২ টি হাট মাইর গিয়েছে করোনার কারনে এখন আবার বন্যার কারনে হাট জমছেনা, লাখ লাখ টাকার ক্ষতি কিভাবে পোষাবো আমরা তা ভেবে পারছি না। সানন্দবাড়ী বাজারের দক্ষিন পাশে ও সানন্দবাড়ী জলব্রীজের রাস্তায় পানির জন্য গরু ব্যবসায়ীগণ সানন্দবাড়ী বাজারে আসতে চায় না।

হাটের সার্বিক নিরাপত্তায় পুলিশ বাহিনীর ভূমিকার প্রসংশা করেছেন ইজারাদার রেজাউল করিম লাভলু। সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান নিজে হাটে অবস্থান করে সার্বিক নিরাপত্তা দেখভাল করছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]